মদনে নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২০, ১১:০৪

নেত্রকোনার মদনে তামীম নামের এক শিশু নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার বিকাল আনুমানিক ২.৩০ ঘটিকার সময় বাড়ির পেছনের মগড়া নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়।

সে পৌর সদরের ইমদাদপুর গ্রামের মৃত ওয়াদুদ মিয়ার ছেলে ও মদন বাজার দারুল হাফিয়া মডেল মাদ্রাসার প্লে বিভাগের ছাত্র।   

সে   উদ্ধার তৎপরতায় মদন ও ফায়ার সার্ভিসের ডুবরী ইউনিট কাজ করছে।

পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার বাড়ির পেছনে মগড়া নদীতে বাড়ির কাউকে না বলে গোসল করতে যায় তামীম। হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায় সে। এর পর থেকেই স্থানীয় লোকজন খোঁজা খুজি করে না পেয়ে মদন ফায়ার সার্ভিসকে খবর দেয়। মদন ফায়ার সার্ভিস উদ্ধার করতে না পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবরি ইউনিটকে  খবর দেয়। বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট আসে।

মদন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে এসেছি। পরে আমরা ময়মনসিংহ ডুবুরি দলকে খবর দেই। এখন পর্যন্ত শিশুটির লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এবিএন/তোফাজ্জল হোসেন/গালিব/জসিম
                                                                             

এই বিভাগের আরো সংবাদ