আজকের শিরোনাম :

পটিয়া খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজে মতবিনিময়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ২০:৩৩

করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে অনলাইনে ভর্তিসহ সকল কার্যক্রম কাল গত রবিবার থেকে শুরু হতে হচ্ছে। চট্টগ্রামের পটিয়া খলিলুর রহমান ডিগ্রী কলেজে আনুষ্ঠানিকভাবে অনলাইনে ভর্তি কার্যক্রম করতে এক মতবিনিময় সভা আজ গত শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। 

কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কলেজের গর্ভনিং বডির সদস্য এডভোকেট একেএম শাহজাহান উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মো. ইব্রাহিম, কলেজ কমিটির সদস্য মুজিবুল হক, সদস্য দেলোয়ার হোসেন, জাহেদুর রহমান, একেএম নাছির উল্লাহ, সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী, আবদুর রাজ্জাক, আবদুল হাকিম রানা, অধ্যাপক ভগীরত দাশ। 

মতবিনিময় সভা পরিচালনা করেন কলেজের অধ্যাপক অভিজিত বড়–য়া। পটিয়ার ঐতিহ্যবাহী খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজে অনলাইনে ভর্তি, ক্লাস কার্যক্রমসহ সকল ধরনের কাজ দ্রুত গতিতে করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২০-২০২১ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর ভর্তি আগামী ১৫ সেপ্টম্বর পর্যন্ত চলমান থাকবে। 

মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ মো. আবু তৈয়ব জানিয়েছেন, করোনা মহামারীর কারণে সরকারের সিদ্ধান্ত মোতাবেক অনলাইনে ভর্তিসহ সকল কার্যক্রম সম্পন্ন করা হবে। যাতে করে শিক্ষার মান্নোয়নে কাজ করবে। খলিলুর রহমান মহিলা ডিগ্রী কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ ২৫ বছর ধরে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়ে আসছে। কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খলিলুর রহমান শিক্ষার্থীদের নিবিড় পরিচর্যা ও শিক্ষার মান্নোয়নের জন্য শিক্ষকদের নির্দেশ দিয়েছেন। গরীব, মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক অনুদানসহ বিভিন্ন ধরনের সহযোগিতা রয়েছে। 

 

এবিএন/বিকাশ চৌধুরী/জসিম/অসীম রায় 
 

এই বিভাগের আরো সংবাদ