আজকের শিরোনাম :

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ১২:০৪

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর চিকিৎসায়  সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে ।

সোমবার (১০ আগস্ট) সকাল এগারোটার দিকে প্রায় ১৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই  সেন্ট্রাল অক্সিজেন লাইনের উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (এমপি)।

জানা গেছে, সরকারি উদ্যোগে “প্রজতেœ ক্যানভাস’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের কারিগরি সহযোগিতা লাইন স্থাপন করা এই  সেন্ট্রাল অক্সিজেন লাইন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের ১৬টি ওয়ার্ডের ২২টি শয্যা, ৩টি কেবিনে অক্সিজেন সরবরাহ করা হবে। ৬ হাজার ৮০০ লিটার ধারণ ক্ষমতার ৩০টি সিলিন্ডার দিয়ে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ করা যাবে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন এই গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী চিকিৎসা উপকরণ সংযোজনে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ জানিয়েছেন।  

এবিএন/মো. আলাউদ্দীন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ