আজকের শিরোনাম :

ফুলবাড়ীয়ায় কালভার্টের মুখ বন্ধ করে জলাবদ্ধতা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ১০:৩৮

ফুলবাড়ীয়ার কুশমাইল টেকিপাড়ায় হুবিদ্ধা বিলে কালভার্টের মুখে মাটি দিয়ে মুখ বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করে আবাদযোগ্য প্রায় ১০০ একর জমির ফসল নষ্ট করার অপরাধে ফিসারী মালিক মোশারফ হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার দুপুরে উপজেলার কুশমাইল টেকিপাড়া হুবিদ্ধা বিলে পাড়ে এক ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধির ১৮৬০ এর ২৯১ ধারা মোতাবেক এই অর্থদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম আরিফ।

এ সময় ফুলবাড়ীয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ মো. শামছুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহবুবুর রহমানসহ ভোক্তভূগীগণ উপস্থিত ছিলেন।

পরে আদালতের নির্দেশে কালভার্টের মুখে নির্মিত ঘর উচ্ছেদ ও বাঁধ কেঁটে পানি নিস্কাশনের ব্যবস্থা করা হয়।

অপরদিকে বিকেলে রোডের উপর সিএনজি স্টেশন স্থাপন করে যানজট তৈরি করে করোনা সংক্রমণের সম্ভাবনা সৃষ্টি করার অপরাধে ঐ ভ্রাম্যমাণ আদালত স্টেশন মাস্টর মো. আ. বারেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালতে প্রেরণ করেছেন।

এবিএন/হাফিজুল ইসলাম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ