আজকের শিরোনাম :

খাগড়াছড়ির অসহায় জয়ন্ত পরিবারের পাশে, একটি মানবিক দল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ০১:৪৪

পার্বত্য জেলার রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দূর্গম সাজেক ইউনিয়নের হাজাছড়া শুকনাছড়া গ্রামের হত দরিদ্র এক অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে দিঘিনালা সহ খাগড়াছড়ি সরকারী কলেজের একদল ছাত্র-ছাত্রী। শুক্রবার সকাল ১১টায় কলেজ ছাত্রের দলটি বয়সের ভারে নতজানু প্রবীন জয়ন্ত কুমার চাকমা ও সুরেশ সোনা চাকমার পরিবারের পুরো মাসের খাদ্যশস্য নিয়ে পাশে দাড়ায়।

কলেজ ছাত্রদের দলে ছিলেন, রাঙ্গামাটি কলেজের বিধান চাকমা, মনিষা চাকমা খাগড়াছড়ি কলেজের ললিয়ন চাকমা, অসীম চাকমা, এনজয় চাকমা, হ্যাপি চাকমা, দিঘীনালা কলেজের কামনাশীষ চাকমা প্রমূখ।

স্থানীয়ভাবে জানা যায়, গত ২২শে জুলাই ফেইস বুক ও স্থানীয় পত্রিকায় “বাঘাইছড়িতে প্রবীন এক দম্পতির বয়ষ্ক ভাতা পাবার আকুতি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরপরই উপজেলা প্রশাসন থেকে প্রবীন এই পরিবারকে বয়ষ্ক ভাতার আওতায় আনার ঘোষণা দেয়া হয়। সেই সংবাদের সূত্র ধরেই কলেজ ছাত্রদের মানবিক দলটি নিজেদের অর্থায়নে জয়ন্ত কুমার চাকমার পরিবারের পাশে দাড়ায বলে জানা যায়। 

এসময় জয়ন্ত কুমার চাকমার পরিবারকে আনুমানিক ১০হাজার টাকা মূল্যের খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এতে রয়েছে চাউল-২বস্তা, তেল-৫লিটার, লবন, শুটকি, আলু, সাবান, কাপড় সহ আরো অনেক নৃত্যপন্য সামগ্রী। এসময় জয়ন্ত কুমার চাকমা ও তার স্ত্রী সুরেশ সোনা চাকমা খুবই আনন্দিত হাওয়াসহ কলেজ ছাত্রদের মঙ্গলার্থে প্রার্থনা স্বরুপ তাদের আর্শীবাদ কামনা করেন। 


এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/অসীম রায় 

এই বিভাগের আরো সংবাদ