আজকের শিরোনাম :

টাঙ্গাইলে আ’লীগ নেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ১৮:৩৭ | আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১৮:৫০

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলার লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম তালুকদার নিক্সনকে(৪৮) হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে শহরের শহীদ মিনারের সামনে টাঙ্গাইল জেলা কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ওই মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাকশিস’র জেলা শাখার সভাপতি মো. আজাহার আলী মিয়া, সাধারণ সম্পাদক এসএম আউয়াল মিয়া প্রমুখ। কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল, সহ-সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান, অধ্যক্ষ লুৎফর রহমান, হাবিবুর রহমান, মো. শহিদুল ইসলাম প্রমুখ অংশ নেন।

প্রকাশ, গত ৩১ জুলাই রাতে গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তালুকদার তার আজগড়া গ্রামের বাড়ি থেকে পাশের ধনবাড়ী উপজেলা সদরের বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন। নিহত আমিনুল ইসলাম তালুকদারের ভাই আব্দুল্লাহ আল মামুন তালুকদার বাদি হয়ে সোমবার (২ আগস্ট) রাতে ধনবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫-৬জনকে আসামি করা হয়েছে।ধনবাড়ী থানা পুলিশ সোমবার এ মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে। তারা হচ্ছেন, গোপালপুরের বন্ধআজগড়া গ্রামের মৃত শের আলীর ছেলে সুমন, বাদশা শেখের ছেলে সুজন ও আব্দুল আজিজের ছেলে ফারুক।

 

এবিএন/তারেক আহমেদ/জসিম/অসীম রায় 

এই বিভাগের আরো সংবাদ