আজকের শিরোনাম :

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে আটক ১০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০১৮, ১৯:৪৯

সোনাগাজী (ফেনী), ২৬ জুলাই, এবিনিউজ : সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে সোনাগাজী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ দল আমিরাবাদ ইউপির বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার সময় তাদের আটক করে। সাম্প্রতিক সময়ে আমিরাবাদ ইউপিসহ উপজেলার অনেক এলাকায় ১২টি ডাকাতি সংগঠিত হয়েছে। পুলিশ বলছে ডাকাতির ঘটনা রোধ করে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পর্যায়ক্রমে পুরো উপজেলায় বিশেষ অভিযান পরিচালিত হবে।

অাটককৃতরা হলেন- আমিরাবাদ ইউপির আহাম্মদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ফেনী জয়নাল হাজারী কলেজের প্রথম বর্ষের ছাত্র আব্দুল্যাহ আল মামুন হ্নদয়,সফরপুর গ্রামের করিম উল্যাহর ছেলে ফার্নিচার দোকানদার রেজাউল করিম শিমুল,সফরপুর গ্রামের আবুল হোসেন ছেলে ওয়ার্কসপ মিস্ত্রির হেলপার বেলাল হোসেন,চরকৃঞ্চজয় গ্রামের দেলোয়ার হোসেন, দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃত হোসেন আহাম্মদের ছেলে রবিউল হক, সফরপুর গ্রামের নুর ইসলামের ছেলে মুরাদ হোসেন, আব্দুল মতিনের ছেলে গিয়াস উদ্দিন আরমান,পশ্চিম সফরপুর গ্রামের ফজলুল হকের ছেলে মোহাম্মদ ওসমান।

তাদের  মধ্যে রেজাউল করিম শিমুলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে,মুরাদ ও গিয়াস উদ্দিন আরমানের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে,মোহাম্মদ ওসমানের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় মামলা রয়েছে।

অন্যদের বিরুদ্ধে পুলিশ অভিযোগ থাকার কথা জানালেও তাদের স্বজনেরা বলছে কোন অভিযোগ ছাড়াই পুলিশ তাদেরকে বাড়ি থেকে আটক করে। তাদের কারো বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ নেই। আটককৃতদের মধ্যে ৫ জনকে বৃহস্পতিবার বিকালে ফেনীর আদালতে প্রেরণ করেছে পুলিশ।

সোনাগাজী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউচার জানিয়েছে, সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ