আজকের শিরোনাম :

জগন্নাথপুরে ভাড়া বাসায় চলছে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম ।

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ১৫:২১

জগন্নাথপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুগ ধরে ভাড়া বাসায় চলছে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম। জগন্নাথপুর উপজেলা চত্তরে নতুন এবং পুরাতন মিলেয়ে দুটি ভবন থাকার পর মহিলা বিষয়ক অধিদপ্তর ভাড়া বাসায় থাকায় প্রতি বছর সরকারের বিপুল পরিমাণ টাকা ভাড়া বাবত ঘুনতে হচ্ছে। 

এনিয়ে সচেতন মহলের  মধ্যে  মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সচেতন মহল উপজেলা পরিষদে সরকারের বিশাল দুটি ভবন থাকার পরও ভাড়া বাসায় মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম পরিচালনাকে কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন। 

জগন্নাথপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানাযায়, ২০০৮সাল থেকে পৌর শহরের সি/এ মার্কেটস্থ একটি ভাড়া বাসায় মাসে ৭০২০টাকা ভাড়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের সুনামগঞ্জ জেলার উপ-পরিরচালক মো: আনিছুর রহমান জানান, আমি নতুন যোগদান করেছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো। 

 

 

এবিএন/রিয়াজ রহমান/অসীম রায়/জসিম 

এই বিভাগের আরো সংবাদ