আজকের শিরোনাম :

জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ১২:০৭

মৎস্য সপ্তাহ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১টায় জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে পোনা মাছ শিকারের দায়ে ২টি জাল আটক ও ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে উপজেলার মইয়ার হাওরে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ২টি কোনা বের জাল আটক করা হয়।

এ সময় ৩ হাজার টাকা জরিমানা আদায় করে মৎস্য আহরনকারীদের ছেড়ে দেয়া হয়।

আদালত পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, থানার এস আই মির্জা সাফায়েত, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

আটককৃত জাল ২টি ঐদিন দুপুরে উপজেলা পরিষদ চত্তরে পুড়ে ফেলা হয়।  

এবিএন/রিয়াজ রহমান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ