আজকের শিরোনাম :

বিদ্যুতের আলোয় আলোকিত হলো মতলব উত্তরের তিতারকান্দি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৮, ১৮:০৩

চাঁদপুর, ২৪ জুলাই, এবিনিউজ : বাংলাদেশ আওয়ামী লীগ মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা এমএ কুদ্দুছ বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণেই আজ এ অবহেলিত জনপদ আলোকিত হলো। এ সাফল্য বর্তমান সরকারের। বর্তমান সরকারের ভিশন ২০২১ সালের মধ্যে যে সমস্ত গ্রামে বিদ্যুৎ নেই, সে সকল গ্রামে বিদ্যুতায়ন করা হবে। 

তারই ধারাবাহিকতায় আজ মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের অবহেলিত জনপদ তিতারকান্দি গ্রামে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন হলো। এ জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, মতলবের মাটি ও মানুষের নেতা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি মহোদয়ের প্রতি। স্বাধীনতার ৪৭ বছরের মাথায় আজ তিতারকান্দি গ্রামবাসী বিদ্যুতায়নসহ রাস্তাঘাটের উন্নয়নসহ সকল সুযোগ-সুবিধা ভোগ করছে। 

এ উন্নয়নের সুফল ও ধারাবাহিকতা ধরে রাখতে হলে নৌকা মার্কার কোন বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই আমাদের দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আজ ২৪ জুলাই তিতারকান্দি শ্রী শ্রী কালিমন্দির মাঠে বেলা ১২টায় কুমিল্লা জোনাল অফিস-৩ দাউদকান্দি পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে পোনে ৮ কিলোমিটার বিদ্যুতের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। 

দাউদকান্দি পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বলাই মিত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অমৃত লাল নাগ। পবিত্র গীতা পাঠ করেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা নির্মল সরকার বাদল। অনুষ্ঠানটি পরিচালনা করেন, লাকসাম উপজেলার সহকারী শিক্ষা অফিসার শ্যামল বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন, প্রাক্তন ইউপি সদস্য সতেন্দ্র হাওলাদার, হরিপদ সরকার, ইউপি সদস্য আমির হোসেন, দৌলতপুর ইউনিয়নের মেম্বার হাবিব উল্লাহ হাবু, বিশিষ্ট ব্যবসায়ী হরেকৃষ্ণ সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন। তিতারকান্দি গ্রামে প্রায় ১ কোটি টাকা ব্যায়ে পোনে ৮ কিলোমিটার বিদ্যুতের সংযোগ প্রদান করা হয়। 
এ গ্রামে ৫১৬টি মিটারের সংযোগ প্রদান করা হয়।

এদিকে অনুষ্ঠানের এক পর্যায়ে তিতারকান্দি গ্রামবাসী বিদ্যুৎ সংযোগ করায় বর্তমান সরকারের প্রতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক প্রশাসন (অতিরিক্ত সচিব) মোঃ ইয়াকুব আলী পাটোয়ারী এবং পল্লী বিদ্যুতের জিএম মোঃ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে হিন্দু অধ্যাসিত তিতারকান্দি গ্রামের ২টি ওয়ার্ডের শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শংখ ও উলুধ্বনির মাধ্যমে শত শত নারী-পুরুষ অতিথিদেরকে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, আরো ৩ কিলোমিটার বিদ্যুৎ চরশিবপুর ও শিবপুর গ্রামে সংযোগের কাজ অব্যাহত রয়েছে। অচিরেই উদ্বোধন করা হবে।

এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ