আজকের শিরোনাম :

সিংড়া পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদকে কারাগারে প্রেরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৮, ১৭:৪৮

সিংড়া (নাটোর), ২৪ জুলাই, এবিনিউজ : নাটোরের সিংড়া পৌর বিএনপির সভাপতি দাউদার মাহমুদকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। হরতাল অবরোধের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ী ভাংচুরের মামলায় আজ মঙ্গলবার দুপুরে তিনি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে নাটোর জুডিশিয়াল আদালত-২ এর বিচারক সুলতান মাহমুদ জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে সরকার বিরোধী হরতাল ও অবরোধ চলাকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় একটি পরিবহনে হামলা, ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তৎকালীন সিংড়া থানার উপ-পরিদর্শক (এস.আই) মাহবুব হোসেন বাদী হয়ে পুলিশের কাজে বাধা প্রদান ও মারপিটের অভিযোগে মামলা দায়ের করে। 

মামলায় দাউদার মাহমুদকে হুকুমের আসামী করে বিএনপি-ছাত্রদল ও ছাত্রশিবিরের মোট ২৮জনকে আসামী করে দুটি পৃথক মামলা দায়ের হয়। এই মামলায় মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। 

এবিএন/রাজু আহমেদ/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ