আজকের শিরোনাম :

ঘাটাইলে বিনা মূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৮, ১৭:১২

ঘাটাইল (টাঙ্গাইল), ২৪ জুলাই, এবিনিউজ : প্রবীণ হিতৈষী সংঘ ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে দরিদ্র ও বয়স্ক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ আহবায়ক মো. শহীদুল ইসলাম লেবু।

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাসান আলী মিঞার সভাপতিত্বে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাহাঙ্গীর আলম, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক অধীর চন্দ্র সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মো. হায়দার আলী, মো. আবুবকর সিদ্দিক,মোহাম্মদ আলী, কাজী আব্দুস সামাদ সরকার, আলহাজ্ব মো. জয়নাল আবেদীন ভূইয়া, সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ। 

ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. শুভময় পাল, কনসালটেন্ট ডা. মো. আলমগীর কবির, ফার্মাসিস্ট ডা. ফনিদ্র পাল সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পষর্ন্ত প্রায় দেড়শত রোগীকে ফ্রি চিকিৎসাপত্র ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।

এবিএন/নজরুল ইসলাম/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ