আজকের শিরোনাম :

তাহিরপুরে বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ১২:২৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দ্বিতীয় দফা বন্যায় দুর্গত বানভাসি মানুষের মধ্যে তাহিরপুর উপজেলা

প্রশাসনের শুকনো খাবার, শিশুখাদ্য ও চাল বিতরণ।

বৃহ¯পতিবার সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাহেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া বন্যা দুর্গতদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবারের প্যাকেট ও শিশুখাদ্য এবং আশ্রয়কেন্দ্রের বাহিরে অবস্থান করা বন্যাদুর্গত এলাকাবাসীর মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহিরপুর পদ্মাসন সিংহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন খান, সাংগঠনিক স¤পাদক মো. আলমগীর খোকন এবং দ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সরকারসহ প্রমূখ।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ