আজকের শিরোনাম :

বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে: ইউনুস আলী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০১৮, ১৫:৪৫

গাইবান্ধা, ২৪ জুলাই, এবিনিউজ : গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মো. ইউনুস আলী সরকার বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। অতিতের ন্যায় বর্তমান এবং ভবিষ্যতে অপ্রতিরোধ্য উন্নয়ন অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারো অবশ্যই নৌকায় ভোট দেয়ার কোন বিকল্প নেই।

দু’দিনব্যাপী পলাশবাড়ী উপজেলায় পৃথক পাঁচটি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন এবং উপজেলার পবনাপুর মহিলা কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পরে উপজেলা প্রশাসনের বিভাগীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে রুদ্ধদার বৈঠক, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধানদের মাঝে ল্যাবটব ও সমাজের সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ছাড়াও নানা অনুষ্ঠানে যোগদান করেন।

উপজেলার পৃথক পাঁচটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনকালে ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও অত্রালাকার সর্বস্তরের স্বতঃস্ফুর্ত সমেবেতদের উদ্দেশে তিনি আরো বলেন, বিগত সাংসদরা উন্নয়ন কাজ না করে শুভংকরের ফাঁকি দিয়েছেন। বিগত ৩৫ বছরে যা করা সম্ভব হয়নি তা বিগত সাড়ে ৪ বছরে সম্ভব হয়েছে। সারাদেশের ন্যায় পলাশবাড়ী-সাদুল্লাপুরেও উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। শ্রম ও মেধা দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন সাধনে আমার কোন পিছুটান থাকবে না।

তিনি আরো বলেন, শুধু পলাশবাড়ী এলাকায় ছোট-বড় অনেক রাস্তার কাজ পাকাকরণের বরাদ্দ ইতোমধ্যেই অনুমোদন মিলেছে। যা চলতি বছরের ডিসেম্বরের আগেই অনুমোদন হবে। সবকথার শেষ কথা নৌকায় ভোট না দিলে এসব সম্ভাবনা কোন কিছুই অর্জিত হবে না। আগামীতে এ আসনের একটি রাস্তাও পাকাকরণের কাজ অবশিষ্ট থাকবেনা ইনশাআল্লাহ।

প্রধান অতিথি হিসেবে ইউনুস আলী উপজেলার পবনাপুর মহিলা কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র অর্থায়নে কালীবাড়ী জিসি সিমেনা হল-চতরা ইউপি অফিস ও বেংগুলিয়া হতে পশ্চিম নয়ানপুর বাঁধ পর্যন্ত রাস্তা, পবনাপুর ইউপি’র সাতারপাড়া আরএইচ ডাব্লিউ হতে ফকিরহাট জিসি রাস্তা, মনোহরপুর ইউপি’র অফিস হতে পবনাপুর ইউপি অফিস ভায়া আজরার বিল ও হারিনথপুর ইউপি অফিস হতে হরিবাড়ী বাজার পর্যন্ত পৃথক পাকাকরণ রাস্তার কাজ উদ্বোধন করেন। এছাড়াও মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ অফিস উদ্বোধন করেন।

পবনাপুর মহিলা কলেজে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে পবনাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান রবি’র সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, আলী মোস্তফা রেজা গোলাপ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব উপস্থিত ছিলেন।

দু’দিন ওইসব এলাকায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান ছাড়াও এমপি ইউনুস অসংখ্য স্থানে যাত্রা বিরতি করে এলাকার সর্বস্তরের নারী-পুরুষের সাথে আন্তরিক কুশল বিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সুস্থতায় দো’আ কামনাসহ নৌকায় ভোট প্রার্থনা করেন।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ