আজকের শিরোনাম :

কুড়িগ্রামে রাজিবপুর-রৌমারী উপজেলা পানিবন্দি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০৯:২৭

কুড়িগ্রামে ধরলা নদীর পানি কমতে শুরু করলেও বাড়ছে ব্রহ্মপূত্র নদের পানি। বন্যার পানির স্রোতে বুধবার সন্ধ্যায় রৌমারী শহর রক্ষা বাঁধ ভেঙ্গে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

নতুন করে রৌমারী এবং রাজিবপুর উপজেলা প্লাবিত হওয়ায় এই দুই উপজেলার প্রায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। দ্বিতীয় দফা বন্যায় ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে চর-দ্বীপচরের মানুষজন। পরিবার-পরিজন, গরু-ছাগল নিয়ে রাস্তা,বাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবন কাটছে বানভাসীদের।

জেলা ত্রাণ ও পূণর্বাসন অফিস সূত্র জানিয়েছে, ইতোমধ্যে জেলায় ৪শ’ মেট্রিক টন চাল মজুদ রয়েছে। এরমধ্যে ১৭০ মে. টন চাল জিআর ক্যাশ ৪ লাখ, শিশু খাদ্য ও গো খাদ্যের জন্য ২ লাখ করে এবং ২ হাজার শুকনো খবার বরাদ্দ দেয়া হয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ