আজকের শিরোনাম :

নিকলীতে লাইসেন্স না থাকায় তিন ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ১৬:৪১

আজ ১৪ জুলাই মঙ্গলবার সকাল ১১টার সময় নিকলী  উপজেলা সদর হাসপাতালের সামনে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে লাইসেন্স না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

৩টি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে লাইসেন্স এবং সেবা দানের মূল্য তালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এই তিন প্রতিষ্ঠানগুলো হলো হাবিয়া খাতুন জেনারেল প্রা. হাসপাতালকে ১৫ হাজার, হেলথ কেয়ার ডায়াগনস্টিককে ৫ হাজার নিকলী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসফিয়া সিরাত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসফিয়া সিরাত এ প্রতিনিধিকে জানান, নিকলী উপজেলার হাসপাতালের সামনে দুটি এবং টিএনটি অফিস সংলগ্ন একটিতে লাইসেন্স এবং সেবা দানের মূল্য তালিকা না থাকায় বাংলাদেশ মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২/ ৬,৭,৮ ধারায় লঙ্ঘনের দায়ে একই আইনের ১৩ ধারায় অর্থ দন্ডে দন্ডিত করা হয়। ১ মাসের মধ্যে যাবতীয় কাগজপত্র প্রস্তুত রাখার কথা বলেন।

এই প্রতিষ্ঠানগুলো লাইসেন্স এবং মূল্য তালিকা ছাড়া দীর্ঘ দিন যাবত ব্যবসা পরিচালনা করছে।

এবিএন/জয়দেব আচার্য/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ