কয়রায় গড়িয়াবাড়ি স্লুইসগেইটে ফাটল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ১৩:৫০

উপজেলার কয়রা সদর ইউনিয়নের গড়িয়াবাড়ি ডিএস-১২ টুব্যান্ডের স্লুইস গেটে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে।

গত ২০ মে ঘূর্ণিঝড় আম্ফানের জলোচ্ছাসে পানি উন্নয়ন বোর্ডের ১৩-১৪/২ পোল্ডারের হরিণখোলা-ঘাটাখালি, ২নং কয়রা, উত্তর বেদকাশির রতœা, গাজীপাড়া, হাজতখালি বেড়িবাঁধ ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা লোনা পানিতে প্লাবিত হয়।

এ সময় কয়রা-বেদকাশির সীমানার কাশিরখাল দিয়ে পানি সরানোর জন্য ডিএস-১২ গড়িয়াবাড়ি স্লইজ গেটের দু’টি পাট পুরোপুরি তুলে দেওয়া হয়।

একটানা ২০ দিনের বেশি পানি নিস্কাশন চলাকালে পানির চাপে হঠাৎ স্লুইস গেটের দুই পার্শ্বের ওয়ালে ফাটল দেখা দেয়। গেটের দুটি পাটের অবস্থা নাজুক আকার ধারণ করেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহা. হুমায়ুন কবির, ইউপি সদস্য হরেনন্দ্রনাথ সরকার, রেজাউল করিম কারিম ক্ষতিগ্রস্ত স্লুইজ গেট পরিদর্শন করে তাৎক্ষনিক টেকনিশিয়ান লাগিয়ে দুটি পাট মেরামত করে পানি নিস্কাশনের উদ্যোগ নেন।

 জরুরী ভিত্তিতে স্লুইজ গেটটি মেরামত করা না হলে যেকোন মুহুর্তে এটা নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা করছেন এলাকাবাসী।

এ ব্যাপারে পাউবোর আমাদি শাখার সেকশন অফিসার মো. সেলিম মিয়া বলেন, গড়িয়াবাড়ি স্লইসগেটে ফাটলের খবর তিনি জেনেছেন।

বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এবএন/শাহীন/গালিব/জসিম   

এই বিভাগের আরো সংবাদ