আজকের শিরোনাম :

যশোরে করোনা শনাক্তের সংখ্যা এক হাজার ছাড়াল

  ইউ.এন.বি

১৩ জুলাই ২০২০, ১৭:২৩ | অনলাইন সংস্করণ

যশোরে শনাক্ত হওয়া করোনাভাইরাস রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘন্টায় আরও ৬৫ রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে এ সংখ্যা পৌঁছেছে ১০৪৯ জনে। 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যশোরে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ১৬ জনের মৃত্যু হলো।

জেলায় কোভিড-১৯ থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯৬ জন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে রবিবার তিন জেলার মোট ২৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৭টি নমুনার ফলাফল পজেটিভ আসে।

বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, রবিবার যশোরের ১৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজেটিভ হয়েছে ৬৮টি নমুনা।

যশোরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু মাউদ জানান, জেলায় শনাক্ত হওয়া ৬৮ করোনা রোগীর মধ্যে তিনজনের ফলোআপ ছিল। অর্থাৎ নতুন শনাক্তের সংখ্যা ৬৫ জন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ