আজকের শিরোনাম :

পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২০, ১৩:০৫

নানা আয়োজনের মধ্য দিয়ে পাইকগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে “মহামারী কোভিড-১৯ কে প্রতিরোধ করি. নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি” প্রতিপাদ্য বিষয়ের ওপর ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরপর ৬টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

এ বছরও প্রতিষ্ঠান হিসেবে কপিলমুনি ইউনিয়ন পরিষদ ও কপিলমুনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র শ্রেষ্ঠত্ব অর্জন করে।

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল সহকারী তন্ময় বিশ্বাস, পরিবার কল্যাণ পরিদর্শিকা স্মিতা রানী দাশ, পরিবার পরিকল্পনা পরিদর্শক জিয়াউর রহমান জিন্নাত ও পরিবার কল্যাণ সহকারী জাহানারা বেগম জয়া’কে শ্রেষ্ঠ পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসএম কবির হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা সহকারী জুয়েল খান, সাজেদা পারভীন, মুক্তানুন্নাহার, পরিবার কল্যাণ পরিদর্শিকা সিলভী আক্তার, রেজাউল করিম ও অজিত কুমার দত্ত।

এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ