আজকের শিরোনাম :

জগন্নাথপুরে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জীবাণুনাশক পাউডার বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২০, ১০:৪৮

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জগন্নাথপুর অফিসের উদ্যোগে বন্যায়কবলিত জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের লোকজনদের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জীবাণুনাশক ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার বিকেল ৩টায় কলকলিয়া ইউনিয়ন পরিষদে জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাশিমের হাতে পানি বিশুদ্ধকরণ ৩ হাজার ট্যাবলেট তুলে দেন।

এ সময় কলকলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাইয়ুম, ইউপি সদস্য তারা মিয়া, ইউপি সচিব সামছুল আলম, সমাজসেবী মুকিম উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জীতেন্দ্র কুমার দেবনাথ উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার জানান, বন্যায়কবলিত কলকলিয়া ইউনিয়নের লোকজনদের মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও ব্লিচিং পাউডার বিতরণের জন্য ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাশিমের হাতে তুলে দেয়া হয়েছে।

পর্যায়ক্রমে বন্যায় কবলিত অন্যান্য ইউনিয়নেও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জীবাণুনাশক ব্লিচিং পাউডার বিতরণ করা হবে।

এবিএন/রিয়াজ রহমান/গালিব/জসিম
                                                                         
                                                                    

এই বিভাগের আরো সংবাদ