আজকের শিরোনাম :

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, নদ-নদীর পানি বিপদসীমার উপরে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ১৩:৫৫

এক সপ্তাহের ব্যাবধানে সুনামগঞ্জ জেলায় আবার বন্যার করলে পড়েছে।  

গত দুই দিনে আবারো অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সুরমা, যাদুকাটা, চেলানদী, চলতি নদীর পানিসহ জেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্ট দিয়ে বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ১৮৩ মিলিমটিার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলার সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ^ম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক এবং জামালগঞ্জের নদী তীরবর্তী এলাকা তলিয়ে গিয়ে বন্যা দেখা দিয়েছে। এদিকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী ৩ থেকে ৪দিন টানা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তাই বন্যা পরিস্তিতির আরো অবনতি হবে। এক সপ্তারের  ব্যবধানে দ্বিতীয় দফার বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, আগামী ৩, ৪ দিন টানা ভারী বর্ষণ অব্যাহত থাকবে, তাই বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে।

সুরমাসহ সবকটি নদ নদীল পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ