আজকের শিরোনাম :

চিতলমারীতে নতুন করে ৯ জনের করোনা শনাক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২০, ১২:১৩

বাগেরহাটের চিতলমারীতে নতুন করে আরও ৯ জনের  শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে দুইজন নারী ও সাতজন পুরুষ রয়েছেন। একইদিনে পূর্বের আক্রান্ত ৭ জন সুস্থ হয়েছেন।

এ ঘটনায় উপজেলা প্রশাসন সুস্থদের ২টি বাড়ির লকডাউন প্রত্যাহারে করেছে। একই সাথে উপজেলা ডরমেটরিসহ আক্রান্তদের ৮টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই সাথে আক্রান্তদের হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার নির্দেশ দিয়েছেন।

এ নিয়ে চিতলমারীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ৪০ জন। এদেরমধ্যে ২০ জন সুস্থ হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৮টায় উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন হাসান জানান, করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ৬ জুলাই ২১ জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠান হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আক্রান্তদের উপজেলা ডরমেটরিসহ ৮টি বাড়ি উপজেলা প্রশাসন লকডাউন ঘোষণা করেছে। সেই সাথে আক্রান্তদের হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ নিয়ে চিতলমারীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ৪০ জন। এদেরমধ্যে ৩১ জন পুরুষ ও ৯ জন নারী। আক্রান্তদের মধ্যে ২০ জন সুস্থ হয়েছেন।

এবিএন/এস এস সাগর/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ