আজকের শিরোনাম :

আখাউড়ায় ৪০ বোতল স্কফ সিরাপ সহ এক মাদক ব্যাবসায়ী আটক

  হাসান মাহমুদ পারভেজ

০৯ জুলাই ২০২০, ২০:৪০ | অনলাইন সংস্করণ

ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়া ৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য স্কফ সিরাপ সহ বোরহান উদ্দিন( হৃদয়) (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছন আখাউড়া থানা পুলিশ। 

আজ বৃহস্পতিবার ভোর ৪ টার সময় আখাউড়া পৌর শহরের আখাউড়া-আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস মোড় থেকে তাকে ৪০ বোতল স্কফ সিরাপ সহ আটক করা হয়। আটকৃত বোরহান উদ্দিন( হৃদয়) পৌর শহরের নারায়ণপুর এলাকার কামাল মিয়ার ছেলে।

আখাউড়া থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক খোরশেদ আলম জানান, আখাউড়া -আগরতলা সড়কের নারায়ণপুর বাইপাস মোড়ে ভোর রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় আসামী হৃদয়ের হাতে থাকা শপিং ব্যাগে তল্লাশি করে ৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য স্কফ সিরাপসহ আটক করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় ভোর রাতে নারায়ণপুর বাইপাস মোড় থেকে ৪০ বোতল স্কফ সিরাপ সহ হৃদয় নামে একজনকে আটক করা হয়। তার নামে থানায় আরো একাধিক মামলা রয়েছে। নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ