আজকের শিরোনাম :

কুমারখালীতে পদ্মা নদীতে নৌকাডুবে ৪ জন নিখোঁজ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২০, ১৪:২৫

কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে দুইটি ডোঙা নৌকা ডুবিতে ৪ জন নিখোঁজের খবর পাওয়া গেছে।

এ ঘটনায় আরো ৯ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।

আজ ৭ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে পদ্মা নদী সংলগ্ন সাদিপুর ইউনিয়নের ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ নৌকা ডুবির ঘটনা ঘটেছে।

জানা গেছে, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর থেকে ইঞ্জিল চালিত করিমনে কুমারখালীর ঘোষপুর এসে দুইটি ডোঙা নৌকায় পদ্মা নদী পাড় হয়ে উলু ঘাস কাঁটাতে চরে যাচ্ছিল ১৩ জন দিনমজুর।

একটি নৌকায় ছিল ৯ জন ও অপর নৌকায় ৪ জন। নদীর কুল থেকে একটু দুরে যাইতেই পানির প্রবল ¯্রােতে নৌকা দুটি ডুবে যায়। এরপর ৯ জন সাঁতার দিয়ে নদীর কুলে এসে অসুস্থ হয়ে পড়লেও এখনও নিখোঁজ রয়েছে ৪ জন।

ঘটনার সত্যতা স্বীকার করে সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বলেন, করিমন গাড়িতে এসে ডোঙা নৌকায় নদী পাড়ি দিয়ে চরে উলু ঘাস কাটতে যাওয়ার সময় দুইটি নৌকা ডুবে যায়।

এরপর সাঁতার কেটে ৯ জন নদীর কুলে এসে অসুস্থ হয়ে পড়লেও এখন পর্যন্ত ৪ জন নিখোঁজ রয়েছে।

উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ায় সুস্থ হয়ে উঠেছে এবং এরা সবাই ভেড়ামারা উপজেলার জামালপুরের লোক।

তিনি আরো জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হয়েছে।

এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা অমিয় কুমার বিশ্বাস জানান, সাদিপুর একটি রিমোর্ট এলাকা হওয়ায় আমরা এখনও ঘটনাস্থলে পৌছাতে পারিনি, তবে পাবনার ফায়ার সার্ভিস দল কাজ করছে।

এবিএন/সুমন কুমার/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ