আজকের শিরোনাম :

সুনামগঞ্জে যাদুকাটায় টোলের নামে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২০, ১৩:৫৫

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দেশের বৃহত্তম বালু পাথর মহাল সীমান্তনদী যাদুকাটায় বালি পাথরবাহী নৌযান থেকে টোল টেক্স আদায়ের নামে অতিরিক্ত চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে ফাজিলপুর নদীর তীরে আধা ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে নৌ মালিক, বালি পাথর ব্যাবসায়ী ও শত শত শ্রমিকরা অংশ গ্রহন করে।

মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন মিয়ারচড় বালি পাথর ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি, সাধারণ স¤পাদক ফারুক মিয়া, বালি পাথর ব্যাবসায়ী সালাম সর্দার, একিন আলী, শাহিনুর, মতি মিয়া, গণি মিয়া,  আবু তাহের, ফরিদ মিয়া, হাছান আলী প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি চক্র জোর পূর্বক ২থেকে ৪হাজার টাকা  আদায় করছে। তাদের চাহিদা মতো টাকা না দিলে বালি পাথর বুজাই নৌকা আটকে রেখে নৌকার মাঝি ও শ্রমিকদের মারধোর করে। এদের বিরুদ্ধে থানায় একাধিক সন্ত্রাসী মামলাও রয়েছে।

এদের সন্ত্রাসী কার্যকলাপে পুরো যাদুকাটা নদীর ব্যাবসায়ী, নৌ শ্রমিক ও  মালিকরা অতিষ্ট হয়ে পড়েছে। কেউ প্রতিবাদ করার সাহস পায়না। প্রতিবাদ করলেই হামলা মামলার শিকার হতে হচ্ছে।

বক্তারা অবিলম্বে সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের নিকট আইনি ব্যবস্থা নেয়ার আহবান জানান তারা।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ