আজকের শিরোনাম :

হোসেনপুরে সার্কেল অফিস বাতিল না করার প্রতিবাদে মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ১৩:৫৬

কিশোরগঞ্জের হোসেনপুরে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় (সার্কেল অফিস) বাতিল না করার প্রতিবাদে মানবন্ধন ও গণ স্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার (৬জুলাই) সকালে হোসেনপুর উপজেলা সদরের হাসপাতাল মোড়ে ঘন্টাব্যাপী মানবন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে এলাকার সর্বস্তরের নাগরিক বৃন্দ।

মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন হোসেনপর পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, সাবেক যুবলীগ সভাপতি এম এ হালিম প্রমূখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


জানা যায়, ১৯৮৪ সনে হোসেনপুর উপজেলায় আইন শৃংখলার পরিস্থিতি চরম অবনতি হওয়ার কারণে সার্কেল অফিসের কার্যক্রম শুরু হয়।

বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপারের আন্তরিকতার কারণে আগের তুলনায় আইনশৃংখলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

একটি মহল হোসেনপুর উপজেলা সদর থেকে সার্কেল অফিস অন্যত্র সরিয়ে নেয়ার জন্য পায়তারা করছে।

বক্তারা অবিলম্বে সার্কেল অফিস অন্যত্র সরানোর সিন্ধান্ত বাতিল করে হোসেনপুর উপজেলা সদরে পূনবহালের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট জোড় দাবি জানিয়েছেন।

এবিএন/মো. খায়রুল ইসলাম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ