আজকের শিরোনাম :

পিরোজপুরে একদিনে ৫০ জনের করোনা শনাক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০, ১১:৫৩

একদিনে সর্বোচ্চ ৫০ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের মধ্য দিয়ে এ সংখ্যা তিনশ’র কাছাকাছি চলে এসছে। বর্তমানে এ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৯৪ জনে।

পিরোজপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, রোববার রাতে নতুনকরে ৫০ জন রোগী শনাক্ত হয়। এটিই এ জেলায় একদিনে শনাক্ত সর্বোচ্চ সংখ্যক রোগী।

আক্রান্তদের ৭ জনের বাড়ি পিরোজপুর সদর, ২৭ জনের বাড়ি মঠবাড়িয়া, ৮ জনের বাড়ি কাউখালী, ৫ জনের বাড়ি ভান্ডারিয়া এবং ৩ জনের বাড়ি নাজিরপুর উপজেলায়।

এছাড়া মোট আক্রান্ত ২৯৪ জনের মধ্যে সদর উপজেলায় ৫৭ জন, ভান্ডারিয়া উপজেলায় ৫৫ জন, মঠবাড়িয়া উপজেলায় ৯৯ জন, কাউখালী উপজেলায় ২০ জন, নেছারাবাদ উপজেলায় ২২ জন, ইন্দুরকানী উপজেলায় ২২ জন এবং নাজিরপুর উপজেলায় ১৯ জন রোগী রয়েছে।
এ পর্যন্ত আক্রান্তদের মধ্য থেকে সুস্থ্য হয়েছেন ১৪২ জন এবং এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন।

গতকাল রোববার পর্যন্ত পিরোজপুর থেকে মোট ২,৬১৫ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তবে এখনও ৮১৯ জনের নমুনার প্রতিবেদন হাতে পায়নি স্বাস্থ্য বিভাগ।

এবিএন/সৈয়দ বশির/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ