আজকের শিরোনাম :

ছাতকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ১১:৪৮

ছাতকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গৃহহীন ৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ।

গতকাল শনিবার ধারন বাজার থেকে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের ঘূর্ণিঝড়ে গৃহহীন হওয়া মনির উদ্দিন, তেরাব আলী, মকদ্দুছ আলী, আব্দুল মন্নান, মহরম আলী ও ফুরকানচক গ্রামের নূরুল ইসলামের পরিবারকে তিন বান্ডিল করে ঢেউটিন প্রদান করেন।

গত ২৭ জুন দুপুরে আকস্মিক বয়ে যাওয়া ঘূর্নিঝড়ে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সৈদেরগাঁও, ফুরকানচকসহ বিভিন্ন গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। গৃহহীন হয়ে পড়েন অনেকেই।

অসহায় গৃহহীনদের মাঝে শনিবার জেলা প্রশাসক ঢেউটিন বিতরণ করেছেন।

ঢেউটিন বিতরণকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেন, যেকোনো দুর্যোগের সময় ধৈর্য ধারণ করেই দুর্যোগ মোকাবেলা করতে হয়। ঘূর্ণিঝড়ে ও বন্যায় এ অঞ্চলের মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে।

এবিএন/হেলাল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ