আজকের শিরোনাম :

গাইবান্ধায় একদিনে ১০৫ জনের করোনা শনাক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ১১:০৬

গাইবান্ধার সাত উপজেলার ৪৭৬টি নমুনা পরীক্ষা করে ১০৫ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

গতকাল শনিবার দুপুরে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে।

গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, শুক্রবার রাত সাড়ে ১১টায় জেলার সাত উপজলার করোনা পরীক্ষার ৫৮১টি রিপোর্ট পাওয়া গেছে।

এই ৫৮১ জনের মধ্যে গত ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত ঢাকায় পাঠানো হয় ৫৫৩ জনের এবং পরে রংপুরে ২৪ ও বগুড়ার পিসিআর ল্যাবে পাঠানো হয় ৪ জনের নমুনা।

এর মধ্যে ৪৭৬ জনের নতুন ও ১০৫ জনের ফলোআপ রিপোর্ট। নতুন ৪৭৬ জনের মধ্যে ঢাকায় পরীক্ষা করা হয়েছে ৪৫০ জনের, রংপুরে ২৪ ও বগুড়ায় ২ জনের। এসব পরীক্ষায় ১০৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

এই ১০৫ জনের মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলার রয়েছেন ৪৩ জন, সদরে ২৫ জন, সুন্দরগঞ্জ ও পলাশবাড়ীতে ১০ জন করে, ফুলছড়ি ও সাঘাটায় ৭ জন করে এবং সাদুল্লাপুর উপজেলায় ৩ জন।

অপরদিকে ১০৫ জনের ফলোআপ রিপোর্টে ৯৩ জনের নেগেটিভ এসেছে।

জেলায় মোট ৩৯৩ জন করোনা রোগীর মধ্যে চিকিৎসাধীন আছেন ২৪৭ জন, সুস্থ হয়েছেন ১৩৭ জন ও মারা গেছেন ৯ জন।

এবিএন/আরিফ উদ্দিন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ