আজকের শিরোনাম :

ভোলায় আরও ১৭ জনের করোনা শনাক্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২০, ২১:৪৬

ভোলায় গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৯ জনে। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১২৭ জন।

আজ শনিবার বিকেলে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৩ জন, দৌলতখানে ১ জন, বোরহানউদ্দিনে ৩ জন, লালমোহনে ৫ জন, তজুমদ্দিনে ৩ জন ও চরফ্যাশন উপজেলায় ২জন রয়েছে।

সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা জেলায় ৩৭৬৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৩৫১১ জনের। তার মধ্যে ৩১৯২ জনের রির্পোট নেগেটিভ এবং ৩১৯ জনের পজেটিভ। এছাড়া ২৫৮ জনের রির্পোট এখনো আসেনি।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৩১৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১২৭ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৪৩ জনের মধ্যে সুস্থ ৫৪ জন। দৌলতখানে আক্রান্ত ২৬ জনের মধ্যে সুস্থ ৮ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৪০ জনের মধ্যে সুস্থ ১৬ জন। লালমোহনে আক্রান্ত ৩৭ জনের মধ্যে সুস্থ ১৫ জন। চরফ্যাশনে আক্রান্ত ৪১ জনের মধ্যে সুস্থ ২৩, মনপুরা উপজেলায় আক্রান্ত ১৩ জনের মধ্যে সুস্থ ৯ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ১৯ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তদের মধ্যে ২ জন ভোলা জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে আছে। বাকিরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে হোম আইসোলেশনে আছেন।

এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও অন্তত ৩০ জনের।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ