আজকের শিরোনাম :

মেলান্দহে ৫ শিশু উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০১৮, ১৩:৫৩

জামালপুর, ২২ জুলাই, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে ৫ শিশুকে উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টার দিকে মেলান্দহ রেলস্টেশন থেকে তাদেরকে উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত ৫ শিশুরা হলো-নারায়নগঞ্জের কল্যাণীপাড়ার সিরাজুল ইসলামের ছেলে রবিউল হোসেন (৮)।

সে ময়মনসিংহ চরপাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। পাবনার চাটমোহরের মথুরাপুরের শুকুর আলীর ছেলে ইয়ানুর (১০)। সে ঢাকা গাজীপুরের পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন হাফিজি মাদ্রাসার ছাত্র।

বর্তমান পৈত্রিক নিবাস পাবনার চৌধুরীপাড়ায়। গাইবান্ধার আপনাথপুরের আয়ুব আলীর ছেলে সাব্বির হোসেন (১১)। সেও ঢাকা গাজীপুরের পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন হাফিজি মাদ্রাসার ছাত্র। জামালপুর ইসলামপুরের ভেদামারী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আশরাফ আলী (৮) এবং মোয়াজ্জেম হোসেন (৮)। সে তার পিতার নাম মকবুল হোসেন, মাতার নাম মিনারা বলতে পারে।

আশরাফ এবং মোয়াজ্জেম হোসেন জয়দেবপুর দারুল কোরআন স্কুল এন্ড মাদ্রাসার ছাত্র। লেখাপড়ার চাপে তারা মাদ্রাসা থেকে পালিয়ে একেকজন একেক স্টেশনে যায়। তারপর ট্রেনে ওঠে কমলাপুরে যায়।

সেখান ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেন সেভেনাপ যোগে কাকতালীয়ভাবে মেলান্দহ রেলস্টেশনে নামলে তাদেরকে স্টেশন মাস্টারের হেফাজতে নেয়ার পর পুলিশে খবর দেয়।

এবিএন/শাহ্ জামাল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ