আজকের শিরোনাম :

জামালপুরে বন্যার পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ১৬:৩৮

জামালপুরের পৃথক দুটি উপজেলায় বন্যার পানিতে ডুবে এক শিশুসহ দুইজন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে বকশীগঞ্জের কাগমারীপাড়া এলাকার বাড়ির পাশে খেলা করার সময় পানিতে পড়ে যায় জিসান নামে এক শিশু। তিন বছর বয়সী জিসানের বাড়ির চারপাশ বন্যার পানিতে প্লাবিত ছিল। পরে তার মৃতদেহ পানিতে ভেসে উঠে।

এদিকে, শুক্রবার ভোরে মাদারগঞ্জের জোড়খালি ইউনিয়নের বেড়াবেতাগা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে কমল মিয়া (৫০) বাড়ির পাশে পাট কাটতে যায়। এ সময় বন্যার পানির স্রোতে ভেসে যায় কমল মিয়া । পরে সকাল ১০টার দিকে পাট ক্ষেতের পাশে তার মৃতদেহ ভেসে উঠে।

অন্যদিকে, একইদিন দুপুরে উপজেলার আমতলী এলাকায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া সেচ পাম্পের বিদ্যুতের লাইন খুলতে গিয়ে ফকির আলী ছেলে এখলাছ ও মৃত বদি মিয়ার ছেলে আরিফ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ