কাপাসিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর দায়ে ব্যবসায়ীকে জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ১০:১২

গাজীপুর কাপাসিয়া উপজেলা সিংহশ্রী  ইউনিয়ন কপালেশ্বর গ্রামে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে পরিবেশ দূষণ করায় অভিযোগে অবৈধ কারখানায় মালিক জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

গতাকল ২ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় জনজীবনের জন্য হুমকি স্বরূপ কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করার অপরাধে অবৈধ কারখানার মালিক জামানকে  পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, ৪ এর খ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অবৈধ কয়লা তৈরীর কারখানার মালিক জামানের বাড়ি পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলায়।

এবিএন/নুরুল আমীন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ