আজকের শিরোনাম :

হালুয়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপেক্স থেকে অজ্ঞাত নবজাতক উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ১৫:০০

ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক অজ্ঞাত নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেনের পাশে পরে থাকা অবস্থায় শিশুটিকে কুকুর কামড়াচ্ছিল।

এই অবস্থায় আশপাশের লোকজন দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তাৎক্ষনিক থানায় খবর দেয়।

পরে এসআই শামছুর রহমান ও সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রসূতি ও নবজাতক ইউনিট (ইওসি) এর দায়িত্বে থাকা নার্স মিতালী জানায়, ইওসি বিল্ডিং এর ড্রেনের পাশে কুকুরের চিৎকারের শব্দ শুনে বাচ্চাটাকে দেখতে পায়। তখন বাচ্চাটিকে কুকুর ঘিরে রেখেছিল।

পরে নবজাতক শিশুটিকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুইপার মিনতি সরকার উদ্ধার করেন।

নবজাতক শিশুটিকে ওয়ার্ডে রেখে অক্সিজেন দেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনির আহমেদ বলেন, নবজাতক ছেলে বাচ্চাটিকে কুকুরে আহত করেছে,তার শরিল ক্রমান্বয়ে খারাপ অবস্থার দিকে যাচ্ছে, উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান।

নবজাতক উদ্ধারের বিষয়টি অনেকে জানতে পেরে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।

এবিএন/মো. মঈন উদ্দিন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ