আজকের শিরোনাম :

পীরগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করল ইউএনও

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২০, ১৪:১১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পড়ানো হয়েছে।

গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এক লাখ টাকার জব্দকৃত জাল আগুনে পড়ান উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।

ইউএনও রেজাউল করিমের নেতৃত্বে উপজেলার ধরধরিয়া বিল, চাকধা বিল, ধামপাড়া বিল, মোলানি বিল, চাউলিয়া বিল, পানিয়া বিল ও বুড়া বিলে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় অভিযান চালিয়ে ৪ হাজার ২ শত মিটারের ১ শত ২০টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার খালেদ মোশারফসহ ত্রিশজনের একটি দল অভিযানে অংশ নেয়।

উপজেলা মৎস্য অফিসার জানান, জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জালগুলো উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতে পড়ানো হয়। পড়ানো জালগুলোর বাজারমূল্য প্রায় একলাখ হবে।

এবিএন/বিষ্ণুপদ রায়/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ