আজকের শিরোনাম :

কুমিল্লা মেডিকেলের করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২০, ১২:৫৮

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানা গেছে।

আজ বুধবার (১ জুলাই) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান  জানান, ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয়জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

নতুন মারা যাওয়া ব্যক্তিরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকার গোলাম রাসেল খানের ছেলে জহির খান (৫০), একই এলাকার আনসার আলীর ছেলে আবদুল করিম। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার গোলাম রহমানের ছেলে আমিনুল হক (৭৫), আইসিইউতে মারা গেছেন কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার রহিম উদ্দিনের ছেলে মোস্তফিজুর রহমান (৮০), চাঁদপুর শাহরাস্তি উপজেলার ওয়াব আলীর ছেলে আবদুল করিম (৬৫) এবং কুমিল্লা বুড়িচং উপজেলার রামপুর এলাকার ডা. রাসেদুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম (৬৫)।

এপ্রিল থেকে এ পর্যন্ত এই হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫৩ জন। এদের মধ্যে পজিটিভ ২৬ জন ও উপসর্গে মারা গেছেন ১২৭ জন। বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১০৫ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ৩৪ জন ও করোনা উপসর্গ নিয়ে ৭১ জন চিকিৎসাধীন আছেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ