শ্রীমঙ্গলে নকল মাস্ক, স্যানিটাইজার ও পিপিই জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২০, ১২:২২

শ্রীমঙ্গলে নকল হ্যান্ড স্যানিটাইজার, নি¤œমানের হ্যান্ড গ্লাভস, অস্বাস্থ্যকর মাস্ক ও পিপিই সংরক্ষণ ও বিক্রির দায়ে এবং বেশি দামে স্যাভলন বিক্রি করায় দুইটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল দুপুরে শহরের সাইফুর রহমান মার্কেটের জসিম প্যান্ট হাউজে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসব পণ্য জব্দ করে এবং জসীম প্যান্ট হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে শহরের হবিগঞ্জ সড়কে বেশি দামে স্যাভলন বিক্রি করার দায়ে জয়ন্তী এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গলের এসিল্যাণ্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান মামুন। র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমাণ্ডার মেজর নোমানের নেতৃত্বে র‌্যাবের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

পরে জব্দকৃত এসব পণ্য পুড়িয়ে ধ্বংশ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এবিএন/আতাউর রহমান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ