আজকের শিরোনাম :

ফরিদপুরে “আমরা করবো জয়” সংগঠনের ঘর পেলেন রিকশচালক ছহের উদ্দীন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২০, ১৪:৪১

এক ঝাক তরুণদের সমন্বয়ে গঠিত “আমরা করবো জয়” একটি সমাজকল্যাণ সংগঠন। এই সংগঠন সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

সংগঠনটির নিয়মিত কাজের অংশ হিসাবে আজ সোমবার দুপুরে শহরের টিবি হাসপাতালের মোড়ের বাসিন্দা রিক্সা চালক ছহের উদ্দীনকে একটি দো-চালা টিনের ঘর নির্মাণ করে দিয়েছেন।

দুপুরে ঘরের চাবি ও নগদ অর্থ রিকশাচালক ছহেরউদ্দীন এর হাতে তুলেদেন সংগঠনের সভাপতি আহমেদ সৌরভ।

এ সময় উপস্থিত ছিলেন ইমরান সীজার, ইউ কেয়ারের সমন্বয়ক সঞ্জয় সাহা, শেখ জাফর, ইমদাদুল হক রিজেন্ট, জহুরুল আলম শোভন, ইকরাম হাসান সৈকত। ঘর পেয়ে খুশি রিকশচালক ছহের উদ্দীন।

আমরা করবো জয় সংগঠনের সভাপতি আহমেদ সৌরভ বলেন, আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ও সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।

আমাদের সংগঠনের পক্ষ থেকে এ পর্যন্ত ৯টি ঘন, নৌকা ৩টা, শেলাই মেশিন ৫টি, চটপটির দোকান ২টি, হুইল চেয়ার ৫টি এবং করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া ২ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আমাদের এ কার্যক্রম আগামীতেও অব্যহত থাকবে।

এবিএন/এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ