আজকের শিরোনাম :

তাহিরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২০, ১৩:৪৮

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে জুয়েল মিয়া নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

গতকাল শনিবার দুপুরে বদাঘাট সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের আফাজুদ্দিনের ছেলে।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, ভারতের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারনে পাহাড়ের মাটি ধ্বসে গাছপালা পানিতে ভেসে যাচ্ছে এবং প্রবল স্রোতে সেই ভাসমান গাছ পালাগুলো নিুাঞ্চলের দিকে আসতে দেখে শনিবার দুপুরের দিকে অন্যান্যদের সঙ্গে নিহত জুয়েল মিয়াও নৌকা নিয়ে যাদুকাটা নদীতে স্রোতে ভেসে আসা গাছপালাগুলো আনতে যায়।

সে ভাসমান গাছপালা সংগ্রহ করতে গিয়ে আন্তজার্তিক সিমারেখা অতিক্রম করে ভারত সীমান্তের ১০০-১৫০ গজ ভিতরে প্রবেশ করে।

ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী (বিএসএফ) তাকে দেখামাত্রই গুলি চালালে তার পেটে গুলি লাগে।

এ অবস্থায় কয়েকজন তাকে কোনো রকমে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনিবার রাত আনুমানিক দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এবিএন/অরুন চক্রবর্তী/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ