আজকের শিরোনাম :

মির্জাপুরে নমুনা দেয়ার পর বৃদ্ধের মৃত্যু, নতুন শনাক্ত ১০

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২০, ১২:২৯

টাঙ্গাইলের মির্জাপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নমুনা দেয়ার পর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরো ১০ জন।

গতকাল শুক্রবার তথ্যগুলো নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

জানা যায়, গত ১৮ জুন করোনা ভাইরাসের বেশ কিছু উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নমুনা দেন উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই গন্ধব্যপাড়া এলাকার বিশা মিয়া।

বৃহস্পতিবার তার শারিরিক অবস্থা সংকটাপন্ন হলে তাকে মির্জাপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নতুন শনাক্তদের মধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ২ জন, মির্জাপুর পৌর এলাকার ৩ জন, উপজেলার গোড়াই ইউনিয়নের ৩ জন এবং ভাওড়া ও লতিফপুর ইউনিয়নের ১ জন করে রয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, শুক্রবার নতুন করে ১০ জন করোনা শনাক্ত হওয়ার মধ্যদিয়ে উপজেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৫৫ জনে। এর মধ্যে ৪ জন মৃত্যুবরণ করেছেন। যাদের মধ্যে একজন নারী ও তিন জন পুরুষ। সুস্থ হয়েছেন ৩২ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, পুলিশ সদস্যদের তাদের নিজস্ব তত্ত্বাবধানে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

এছাড়া বাকি অন্যান্য শনাক্তদের বাসা বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে।

এবিএন/মো. জোবায়ের হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ