আজকের শিরোনাম :

ফরিদপুরে কৃষকের মাঝে উচ্চ ফলনশীল আমন ধানের বীজ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২০, ১২:০০

করোনা কালীন সময় কৃষকদের সহয়াতা হিসেবে ফরিদপুরে বায়ার ক্রপ সায়েন্স লিং এর উদ্যেগে অ্যারাইজ এজেড ৭০০৬ জাতের ধান বীজ বিনামূলে ১৩’শ ৩৩ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আমন ধানের বীজ বিতরণ করেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন বায়ার গ্রুপ সায়েন্সের আঞ্চলিক কর্মকর্তা কৃষিবিদ মো. মানছুর রহমান, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. মো.আনোয়ার হোসেন।

বায়ার ক্রপ সায়েন্সের আঞ্চলিক কর্মকর্তা মো. মানছুর রহমান বলেন, করোনার কারনে চাষীরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। আর সেকারনেই চলতি আমন মৌসুমে কৃষকদের উচ্চ ফলনশীল আমন ধানের বীজ দিয়ে আমরা সহযোগিতা করছি।

ফরিদপুর জেলার ১৩’শ ৩৩ জন কৃষককে বীজ দিয়ে সহযোগিতা করা হয়েছে। প্রত্যেক কৃষককে ৩ কেজি করে ধানের বীজ দেওয়া হয়েছে।

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ