আজকের শিরোনাম :

বালিয়াডাঙ্গীতে ট্রাকচাপায় নারীসহ ৪ জনের মৃত্যু, আহত ২

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২০, ১১:৩০

ঠাকুরগাও-বালিয়াডাঙ্গী মহাসড়কের সোনাডাংগায় (কাদশুকা ব্রিজ) ট্রাকের চাপায় পাগলুর চালক, নারীসহ ৪ জন নিহত হয়েছে।

আশংকাজনক গুরুতর আহত হয়েছে শিশুসহ আরো ২ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাও-বালিয়াডাঙ্গী মহাসড়কের সোনাডাংগা নামক স্থানে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার সময় যাত্রীবাহী একটি পাগলুকে ট্রাকচাপায় পাগলুর চালকসহ এক নারীসহ ৪ জন নিহত হয়েছে।

ঘটনাস্থলে এক নারী ও একবৃদ্ধ নিহত হয়। এ সময় শিশুসহ কমপক্ষে আরো ২ জন আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার জানান, আহতদের মধ্যে শিশুসহ দু’জনের অবস্থা আশংকাজনক।

আহত শিশুটির নাম পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, আহত শিশুর মা ঘটনাস্থলে মারা গেছে। শিশুসহ পাগলু ড্রাইভার  সহিদুল ইসলামকে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ দুর্ঘটনায় মৃত বালিয়াডাঙ্গী উপজেলার শুকানী পুকুর পাড়ার মৃত ওহাব আলীর ছেলে সাদেকুল ইসলাম ও ঘটনাস্থলে মৃত বৃদ্ধ ইয়াকুব আলী পাবনা ঈশ্বরদী অধিবাসী বলে জানা গেছে।

অন্যদিকে নিহত মহিলার বাড়ী বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে বলে জানাগেছে।

এ ঘটনায় গুরুত্বর আহত পাগলু ড্রাইভার সহিদুল ইসলাম। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। তাঁর বাড়ী বালিয়াডাঙ্গী উপজেলার লালাপুর গ্রামে। অন্যদিকে শিশুসহ আরো একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসিবুল আলম প্রধান হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এবিএন/রমজান আলী/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ