ফরিদপুরে চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২০, ১১:০১

ফরিদপুরে মহাসড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধের ঘোঘণা দিয়েছেন হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।

তারা বলন, মহাসড়কে পরিবহন সেক্টর বা পুলিশের চাঁদাবাজি, এমনকি মাদক পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে।

হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের করিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান আলম গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুরের করিমপুর  হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা- খুলনা মহাসড়কে গণপরিবহনে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয়  বিষয়ে পরিবহন শ্রমিক ও যাত্রীদের উদ্যেশ্যে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত কর্মকর্তারা আরো বলেন, আরও বলেন, দক্ষিণাঞ্জলের মধ্যে ফরিদপুর অঞ্চলের ৫৪ কিলোমিটার মহাসড়কের মধ্যে আমাদের দায়িত্ব রয়েছে।

এর মধ্যে কোন পুলিশ কর্মকর্তা বা ট্রাফিক পুলিশ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া মহাসড়কে নিরাপত্তায় অবৈধ থ্রি-হুইলার, মাদক এবং চোরাচালানে হাইওয়ে পুলিশের তৎপরতায় এরই মধ্যে ডাকাতি, ছিনতায়ের ঘটনা এখন প্রায় শূন্যের কোঠায় বলে দাবী করেন তারা।

এ সময় গণপরিহন যাত্রীরা করোনা ভাইরাস প্রতিরোধ  সামাজিক দূরত্ব বজায় রাখে এবং অতিরিক্ত ভাড়া না নেওয়ার প্রতি পরিবহন শ্রমিকদের আহবান জানান।  

এ সময় উপস্থিত ছিলেন করিমপুর হাইওয়ে থাানার কমিউনিটির সভাপতি মো. মাসুদ মাতুব্বর, প্রচার সম্পাদক মো. বাদল শেখ প্রমূখ।

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ