আজকের শিরোনাম :

পাবনায় এনডাব্লিউসিসি’র চেষ্টায় প্রাণ ফিরে পেলো ২ নিরীহ প্রাণী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২০, ০১:১০

মাছ ধরার বাঁশের ফাঁদে আটকা পড়ে একটি সাপ ও একটি গুইসাপ। এলাকাবাসীর সহযোগিতায় প্রাণী দু’টি উদ্ধারের পর নিরাপদ স্থানে অবমুক্ত করে পাবনার প্রকৃতি ও বন্যপ্রাণী বিষয়ক সংগঠন নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনসারভেশন কমিউনিটি (এনডাব্লিউসিসি)।

মঙ্গলবার ঘটনাটি ঘটে পাবনা সদরের গয়েশপুর ইউনিয়নের নলমুড়া গ্রামে। সংগঠনটির সদস্য ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নলমুড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীতে মাছ ধরার দু’টি বড় দোহারে আটকা পড়ে এ প্রাণী দু’টি। এলাকাবাসী লাঠিসোটা নিয়ে সাপ মারতে আসলে স্থানীয় তরুণ মইনুল হাসান তাদের বাধা দেন।

এনডাব্লিউসিসির সংগঠনটিতে ফোন করার পর তারা এসে প্রাণী দু’টি জীবিত উদ্ধার করে এবং বাসযোগ্য স্থানে অবমুক্ত করে।

সংগঠনটির সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ ডি জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। ফাঁদে আটকা পড়া প্রাণী দু’টির একটি ছিল মাঝারি ধরনের সোনা গুইসাপ ও অন্যটিতে প্রায় ৭/৮ ফিট দৈর্ঘ্যরে একটি দাঁড়াশ সাপ। গুইসাপটি নদীর পাশেই অবমুক্ত করা হয় এবং দাঁড়াশ সাপটি নিয়ে এলাকাবাসির আপত্তি থাকার তা লোকালয় থেকে দুরে ফাকা ‍কৃষি জমিতে ছেড়ে দেয়া হয়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ