আজকের শিরোনাম :

ফরিদপুরে কবরস্থান নির্মাণের ইট চুরি, তিনজনের নামে মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২০, ১১:০৬

ফরিদপুরে একটি কবরস্থান নির্মাণের জন্য রাখা ইট, খোয়া ও সরকারি একটি সোলার লাইট চুরির অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে তিনজনকে আসামি করে কোতয়ালী থানায় একটি অভিযোগ দিয়েছে ব্যবসায়ী মো. আলমগীর হোসেন।

ব্যবসায়ী আলমগীর বলেন, গত এপ্রিল মাসে ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গী এলাকায় কবরস্থান নির্মাণের জন্য ৩০ হাজার ইট, ১৫’শ ফুট খোয়া রাখি। ইহাছাড়াও উক্ত কবরস্থানে একটি সরকারি সোলার লাইট স্থাপন করি। গতকাল সোমবার গিয়ে দেখি ইট, খোয়া ও সোলার লাইট নেই।

এলাকায় খোজ নিয়ে জানতে পারি জনৈক মো. আক্কাছ আলীর ট্রলার ভাড়া করে উক্ত আসামিগণ ইট, খোয়া ও লাইট নিয়ে গেছে।

ইট চুরির বিষয়ে ট্রলার মাঝি মো. আক্কাস আলী বলেন, করবস্থান থেকে ভূইয়া বাড়ির ঘাটে ৯হাজার ইট আমি ২৭’শ টাকার বিনিময়ে বহন করেছি। আর আমাকে এ কাজেন জন্য ভাড়া করে মো. জনি শেখ, মো. সোহেল রানা ও মো. কামরুল হাসান।   

এদিকে ইট চুরির বিষয়ে অভিযুক্ত কামরুল হাসানের ০১৭২২৮১২২৯৫ এ ফোন দিয়ে ইট সংক্রান্ত বিষয়ে কথা বলতে চাইলে, তিনি ফোন কেটে দিয়ে মোবাইলটি বন্ধ করে রাখেন।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্তকর্মকর্তা মোরশেদ আলম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/কে এম রুবেল/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ