আজকের শিরোনাম :

টেকনাফ সৈকতে ভেসে এলো মৃত তিমি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২০, ০৯:৪১

কক্সবাজারের টেকনাফ সৈকতে ভেসে এলো একটি মৃত তিমি। সোমবার বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সৈকতের গোলারচর পয়েন্টে মৃত তিমিটি দেখতে পান স্থানীয়রা।

৬ ফুট লম্বা তিমিটির পিঠের চামড়া কয়েক জায়গায় উঠে গেছে। তবে সেগুলো আঘাতের চিহ্ন নয় বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।

শাহপরীর দ্বীপের বাসিন্দা জসিম মাহমুদ জানান, টেকনাফের সৈকত ও নাফ নদীর মোহনার গোলারচর পয়েন্টে একটি বিরাটকায় ‘মাছ’ দেখতে পেয়ে ছোট শিশুরা খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে একটি তিমি পড়ে থাকতে দেখা যায়। মেপে দেখা যায় সেটি ৬ ফুট লম্বা।

তিনি বলেন, ওপরের অংশ দেখে প্রথমে এটিকে ডলফিন বলে ধারণা করা হচ্ছিল। পরে পেটের নিচের অংশ দেখে বোঝা যায় এটি তিমি ।

বিরাটকায় এই সামুদ্রিক প্রাণীর ছবি ও ভিডিও দেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী বলেন, এটি তিমি। একে তিমির বাচ্চাও বলা ঠিক হবে না। কারণ এটির আকার দেখে ধারণা করা হচ্ছে, মধ্য বয়সী একটি তিমি।

তিনি বলেন, বঙ্গোপসাগরে আট প্রজাতির তিমি থাকার তথ্য এর আগে জরিপে রেকর্ড রয়েছে। সৈকতে মারা যাওয়া তিমিটি কোন প্রজাতির সেটা ছবি কিংবা ভিডিও দেখে বোঝা খুবই কঠিন। তার ওপর দেখা গেছে ওই তিমির শরীরের ওপরের অংশে চামড়াও ক্ষত-বিক্ষত হয়ে গেছে। এই তিমিটি অসুস্থ হয়েও সেখানে এসে থাকতে পারে।

এদিকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তিমিটি গোলারচর পয়েন্টের বালিয়াড়িতে পড়ে ছিল বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে টেকনাফের ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, খবরটি শোনার পর টেকনাফের মৎস্য কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ