আজকের শিরোনাম :

ফুলবাড়ীয়ায় মন্দিরে মূর্তি ভাংচুর, গ্রেফতার ১

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২০, ১০:২২

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পুটিজানা নামাপাড়া গ্রামের শ্রীশ্রী হরি মন্দিরে ৭টি মূর্তি ভাংচুর করে রানা নামের এক তরুণ।

এ ঘটনায় রানা মিয়াকে গ্রেফতার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ।

গতকাল (২০ জুন) শনিবার  উপজেলার ২নং পুটিজানা ইউনিয়নের পুটিজানা নামাপাড়া গ্রামের শ্রীশ্রী হরি মন্দিরের পূঁজারী রেনু বালা  প্রতিদিনের ন্যায় কেচি গেইট খুলে মন্দির পরিস্কার করে মন্দিরের পাশে গেলে একই গ্রামের আবুল হোসেনের কলেজ পড়ুয়া পুত্র রানা মিয়া মন্দিরের কেচি গেইট খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে রাশ পূজার জন্য নির্মিত রাধাকৃষ্ণের ও পঞ্চতথ্য যোগল মুর্তিসহ সর্বমোট ৭টি মূর্তি ভাংচুরের করে।

পুজারি রেনু বালা দেখে ফেলে ডাক চিৎকার চেচামেচি শুরু করলে আস পাশের লোকজন এসে তাকে আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে।

স্থানীয়রা জানান, মূর্তি ভাংচুরকারী রানা মিয়ার কিছুটা মানসিক সমস্যা রয়েছ।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) স্বাগতা ভট্টাচার্য বলেন, ঘটনাটি আমি শুনেছি, ওসি ফুলবাড়ীয়াকে পাঠিয়েছি, প্রয়োজন হলে আমি যাব।

ঘটনার সত্যতা স্বীকার করে ফুলবাড়ীয়া থানার পুলিশ পরির্দশক (তদন্ত) শেখ জহিরুল হক মুন্না বলেন, এ বিষয়টা নিয়ে একটু ব্যস্ত আছি, একজন গ্রেফতার একটু পরে সব বলব। মামলা প্রক্রিয়াধীন।

এবিএন/হাফিজুল ইসলাম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ