আজকের শিরোনাম :

ফুলবাড়ীতে শতাধিক চারা গাছ ভেঙেছে দুর্বৃত্তরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৮, ১৪:২৫

ফুলবাড়ী (কুড়িগ্রাম), ১৯ জুলাই, এবিনিউজ : রোপনকৃত শতাধিক বিভিন্ন প্রজাতির চারা গাছ ভেঙ্গে তছনছ করেছেন দুর্বৃত্তরা।

গতকাল বুধবার মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে ৩০ লক্ষ বিভিন্ন চারা গাছ বিতরনের অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ৭ হাজার চারা গাছ বিতরণ করা হয়েছে। বরাদ্দকৃত চারাগাছ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভাজন করে বিতরণ করে উপজেলা প্রশাসন।

এর মধ্যে মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে মাঠের চার পাশে শতাধিক চারা গাছ রোপন করেন বিদ্যালয়ের শিক্ষকরা। রাতের অন্ধকারে রোপনকৃত গাছ গুলো দুস্কৃতিকারীরা ভেঙে তছনছ করেছেন। গাছগুলো নষ্ট করার ঘটনায় আজ বৃহস্পতিবার উপজেলা নিবার্হী অফিসারের দপ্তরে অভিযোগ করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জামাল উদ্দিন জানান, কষ্ট করে চারা গাছ গুলো রোপন করা হয়েছে। কিন্তু রাতেই  এলাকার বেশ কয়েকজন চিহ্নিত দুস্কৃতিকারী শত্রুতা মূলক ভাবে ভেঙ্গে নষ্ট করেছে। এ জন্য প্রশাসনের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে।

উপজেলা নিবার্হী অফিসার দেবেন্দ্র নাথ উরাঁও জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখে আইনাগত ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ