আজকের শিরোনাম :

শহীদদের স্মরণে বৃক্ষ রোপন করলেন রোটারী ক্লাব অব ফরিদপুর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৮, ১৪:২০

ফরিদপুর, ১৯ জুলাই, এবিনিউজ : ৩০ লাখ শহীদদের স্মরণে বৃক্ষ রোপন করলেন রোটারী ক্লাব অব ফরিদপুর। রোটারী ক্লাব অব ফরিদপুরের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও বৃক্ষ রোপনের আয়োজন করে।

আজ বৃহস্পতিবার সকালে শহরের ঝিলটুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন, রোটারী ক্লাব অব ফরিদপুরের প্রেসিডেন্ট রোটারীয়ান ডা. মো. এনামুল কবির।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কাজী গোলাম মহিউদ্দীন, প্রধান শিক্ষিকা সোহানা নাছরিন আক্তার, ক্লাবের ডেপুটি গভর্নর  রোটারীয়ান এ্যাড. তুষার কুমার দত্ত, পিপি রোটারীয়ান ডা. এম এ জলিল, ফ্রাষ্টলেডী রোটারীয়ান শামসুন নাহার পপি এবং রোটারয়িান ও রোটার‌্যাক্টবৃন্দ।

বৃক্ষ রোপন শেষে বিদ্যালয়ের ১৫০জন ছাত্র-ছাত্রীর মাঝে বিভিন্ন প্রকার ফলজ বৃক্ষ বিতরণ করেন।

ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান ডা. মো. এনামুল কবির বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদদের স্মরণে এই বৃক্ষ রোপন ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ