আজকের শিরোনাম :

সদরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৮, ১৪:১৭

সদরপুর (ফরিদপুর), ১৯ জুলাই, এবিনিউজ : ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা আক্তার পান্না,মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, নির্বাচন কর্মকর্তা ফেরদৌসি বেগম,পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর কুমার বৈদ্য, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন, আনসার ভিডিপি ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. বুলবুল আহম্মেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. গাফফার মিয়া, আ. জলিল হাওলাদার, মোশারফ হোসেন, মো. ইমারত হোসেন বাচ্চু প্রমুখ।

জানা গেছে, উপজেলা পরিষদ পুকুরে ১৫ কেজি বিভিন্ন প্রজাতের পোনামাছ অবমুক্ত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে মৎস্য অফিসের লিপগণ উপস্থিত ছিলেন।

এবিএন/সাব্বির হাসান/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ